মানুষের জীবনে অনেক ধরনের ভয়ের মাঝে একটা ভয়ংকর ভয় হচ্ছে, অনেক কস্টে পাওয়া জিনিস হারিয়ে পেলার ভয়। ইচ্ছা করলেই ভয়টা ঝেরে ফেলা যায়না, মনের মাঝে ভয়টা চেপে বসে থাকে। (যেমন - মেজো ভাইকে অনেক আবদার করে পাওয়া একটা মোবাইল। খুবই যতন করে রাখতাম,রাত বিরাতে নিবির নিরঝন পথে চলতে গিয়ে বার বার পকেটে হাত দিয়ে দেখতাম, সেই প্রিয়ও জিনিটা আছে তো আমার সাথে। পকেটের উপর হাত রেখে মোবাইলটা চেপে ধরে বুকের মাঝে ভয় নিয়ে সামনে আগানোর সে মুর্হুতটা অনেক কঠিন। বস্তু হোক আর মানুষ "এই হারানো ভয়টাই জিনিসটার প্রতি মায়া বাড়িয়ে দেয়। হারানোর ভয় যত বেশি মায়াও ততো বেশী,,,,♥
অনেক দূর থেকে যার লাইফ স্টাইল বিরক্তিকর মনে হয় তার কাছাকাছি হয়তো সেইটা আরো ভয়ংকর লাগবে... সাদামাটা জীবন সাদামাটা কেউ একজন আসুক আগে ভাবি নাই. এখন ভাবতে বাধ্য...দামি মানুষের সাথে জীবন জড়িয়ে গেলে জীবনের ১২টা বাজিয়ে যাবে। দিন শেষে কথা হয়লো প্রত্যেকটা মানুষ নিজের জন্য বাচা উচিত,কিছু মানুষ লাইফ থেকে ইতি হোক। #comilla66 #bogra07
প্রেম হোক বা বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা মানেই একপাশে থেকে কেউ একজন বোকা..আপনি চেষ্টা করে হয়তে সফলতার উচ্চতায় উঠতে পারবেন"but প্রেম বা বন্ধুত্বের ক্ষেত্রে বিষয়টা একদম আলেদা..ঐখানে চেষ্টা করে সম্পর্ক টিকিয়ে রাখার চাইতে দূরত্ব maintent করা ভালো। (চেষ্টা মানে virus )